কক্সবাজারে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ

coxesbazar-languase-day-pba

পিবিএ,কক্সবাজার: অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার ফুলে ফুলে লাল হয়ে ওঠে। শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে নিরবতা পালন করা হয়। অমর ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে কক্সবাজারের জড়ো হয়েছেন সর্বস্তরের মানুষ।

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জেলা পর্যায়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন শুরু হয়। এছাড়াও একযোগে উপজেলা পর্যায়েও পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের সম্মান জানানো হচ্ছে।

দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন সর্ব প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর সিরাজুল মোস্তফা ও মুজিবুর রহমানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন এবং চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদের নেতৃত্বে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এছাড়াও নেতৃত্বে জেলা বিএনপি, ট্যুরিস্ট পুলিশ। মুক্তিযোদ্ধা সংসদ, জাহেদ সরওয়ার সোহেলের নেতৃত্বে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, নজিবুল ইসলামের নেতৃত্বে কক্সবাজার পৌর আওয়ামী লীগ, ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক এথিন রাখাইন ও অধ্যক্ষ ক্যথিং অংয়ের নেতৃত্বে কক্সবাজার সিটি কলেজ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক- রাজনৈতিক নানা সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

শ্রদ্ধা জানাতে বিপুল মানুষ কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভীড় করেছে। শহীদ দিবস উপলক্ষ্যে শহীদ মিনার নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

পিবিএ/টিএ/এফএস

আরও পড়ুন...