এফডিসিতে নির্বাচনি উত্তাপ-আন্দোলন, পাশাপাশি চলছে শুটিং

মারুফ সরকার,বিনোদন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত এফডিসি। বিষয়টি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে। এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৮ সংগঠন এফডিসির এমডির অপসারণ চেয়ে আন্দোলন করছে। আজ ১৮ সংগঠনের মিটিং। এর মধ্যে স্বাভাবিক নিয়মেই চলছে এফডিসির শুটিং।

এফডিসিতে তিনটি সিনেমার শুটিং হচ্ছে। কড়ইতলায় হচ্ছে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং। অংশ নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী। অন্যদিকে প্রশাসনিক ভবনের সামনে ‘মায়া’ সিনেমার গানের শুটিং চলছে। অংশ নিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও জিয়াউল রোশান।

প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে ‘জয় বাংলা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত দেখা গেছে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে। কাজী হায়াৎ পরিচালিত এই সিনেমায় বাপ্পীর নায়িকা জাহারা মিতু।

জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। হাইকোর্টের সিদ্ধান্তের খবর প্রকাশের পর এফডিসিতে দুই প্যানেলের কর্মী সমর্থকদের দেখা গেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে দেখা গেছে নব নির্বাচিতদের জন্য ফুলের তোড়া। কিছু সময়ের জন্য অফিসে গিয়েছিলেন সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। সন্ধ্যার দিকে জায়েদ খানের আইনজীবীর নোটিশ এফডিসিতে গেলে তা নিয়ে কিছু সময় উত্তেজনা দেখা দেয়। এদিকে আজ আদালতে আপিল করেছেন নিপুণ।

আরও পড়ুন...