১৪ই ফেব্রুয়ারী “বিশ্ব ভালোবাসা দিবস”

১৪ই ফেব্রুয়ারি “বিশ্ব ভালোবাসা দিবস” বা “ভ্যালেন্টাইন ডে” বিশ্বের কোটি কোটি প্রেমিক যুগল উদগ্রীব হয়ে আছেন এই দিনটিকে নিজের মতো করে পালন করার জন্য। বিশেষ দিবসের মধ্যে “বিশ্ব ভালোবাসা দিবস” তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও একটি বিশেষ দিন। ভালোবাসা দিবসে বিশ্বের আর দেশগুলোর মতো ভালোবাসার উৎসবে মুখর উঠে বাংলাদেশের প্রতিটি শহর ও বিনোদন কেন্দ্র।

নানা রকম শপথ অনুরোধ আদেশ-নির্দেশের জীবন কাটিয়ে সকলেই চায় তার প্রিয় মানুষের সাথে এই দিনটা উপভোগ করতে। প্রিয় জনের পছন্দের রঙের পোশাক পরে ঘুরে বেড়ানো ছাড়াও নানা ধরনের প্রস্তুতিও লক্ষ্য করা যায়। যার মধ্যে – প্রিয় জনের পছন্দের স্থানে ঘুরতে যাওয়া, পছন্দের খাবার নিজের হাতে রান্না করে নিয়ে আসা, নানা ধরনের উপহার, সাজসজ্জাসহ নানা আয়োজন।

ভালোবাসার মানুষের কাছে এই দিনে নানা ধরনের ওয়াদা – বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয় জনের কাছে অনেকে নানা রকম (ধরনের) ওয়াদা করে থাকে। প্রেম বা ভালোবাসায় আবদ্ধ থাকাসহ প্রিয়জনকে আপন মনে বরণ করা এমন ওয়াদা হাতে হাত রেখে অনেকে করে থাকে।

ভালোবাসার মানুষকে খুশি করতে কিছু উপহার- প্রিয়জনকে খুশি করতে এক তোড়া গোলাপসহ সাথে রাখতে পারেন পারফিউম, চকলেট, কার্ড। এধরনের ছোট ছোট উপহার গুলো আপনার ভালোবাসার মানুষের কাছে অনেক বড় ধরনের সাধনা থাকে। যা আবার অনেকের দ্বারা সম্ভব হয় না।

ভালোবাসি কথাটি বলা – কয়েক বছর বা যুগ ভালোবাসার পরেও প্রিয়জনের সামনে দাঁড়িয়ে ভালোবাসি কথাটা বলা যেন এক বিস্ময়কর বিষয়। কারণ এই দিনে ভালোবাসার মানুষের কাছে ভালোবাসি কথাটি সবসময় যেন শোনার অধীর অপেক্ষায় থাকার মত একটা মূহুর্ত।

নিজের হাতে প্রিয়জনকে রান্না করে তার প্রিয় খাবারটি উপহার দেওয়া – ভালোবাসার মানুষকে খুশি করতে কী না করেন। কিন্তু প্রিয়জনের প্রিয় খাবারটি নিজের হাতে রান্না করে উপহার দেওয়াটা যেন চমকে দেওয়ার মত একটি বিষয়।

প্রিয়জনের পছন্দের রঙের পোশাক পড়ে দেখা করা – ভালোবাসার মানুষের খুশি করতে নানা বিষয় নানা করনীর থাকলে তার পছন্দের রঙের পোশাক পড়ে তার সাথে ঘুরতে যাওয়া বা তার সামনে যাওয়া যেন এক অদ্ভুত বিষয়।

ভালোবাসার মানুষের পছন্দের স্থানে ঘুরতে যাওয়া – প্রিয়জনকে “ভালোবাসার” কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। তারপরও ভালোবাসাকে বাড়িয়ে তুলতে এবং প্রিয়জনকে খুশি করতে অনেকে বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে নিয়ে ঘুরতে যায়। সেটা যদি তার সবচেয়ে পছন্দের স্থান হয় তবে তার খুশির শেষ নাই। তাই এই দিনে প্রিয়জনকে খুশি করতে তার পছন্দের স্থানে ঘুরতে নিয়ে যেতে পারেন।

এছাড়াও বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয় ভালোবাসার মানুষকে খুশি করতে নানা ধরনের ব্যবস্থা গ্রহন করে থাকি।

লেখক: মোঃ নয়ন হোসেন, গণমাধ্যমকর্মী।

আরও পড়ুন...