শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্‌যাপন করা হবে। বিকেল ৩টায় একাডেমির পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হবে। শেষ পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় রয়েছে প্রকাশনা উৎসব এবং একাডেমির বিভাগগুলোর কার্যক্রম নিয়ে প্রদর্শনী। এরপর শুরু হবে আলোচনা সভা।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বিশেষ আলোচক হিসেবে অধ্যাপক আবদুস সেলিম উপস্থিত থাকবেন।

শিল্পকলা একাডেমি উন্মুক্ত প্রাঙ্গণে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্ববৃহৎ প্রতিকৃতি প্রদর্শনীর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এ প্রদর্শনী চলবে ৭ মার্চ পর্যন্ত।

একাডেমির সম্প্রতি প্রকাশিত গ্রন্থের প্রকাশনা উৎসব এবং সব বিভাগের কার্যক্রম নিয়ে ১০ দিনব্যাপী প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন...