পিবিএ, ঢামেক: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় সনাক্ত করে স্বজনের কাছে লাশ হস্তান্তর শুরু করেছে কর্তৃপক্ষ। সর্বপ্রথম কামাল নামে নিহত একজনের লাশ হস্তান্তর করা হচ্ছে। তাছাড়া বাকি লাশ গুলোর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এর নেতৃত্বে লাশ গুলোর ময়না তদন্ত করা হচ্ছে। তার সঙ্গে আছেন বিভাগের আরো চিকিৎসক।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, পরিচয় সনাক্ত হওয়া লাশ গুলোর মধ্যে যেই লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি হয়ে গেছে সেগুলোই আগে ময়না তদন্ত করা হচ্ছে। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। আর যে লাশগুলো এখনও পরিচয় সনাক্ত হয়নি সেগুলো মর্গেই রাখা হবে।
পিবিএ/বাখ