রাবিতে কোভিড-১৯ টিকা প্রদান শুরু ২৬ ফেব্রুয়ারি

মনির হোসেন মাহিন,রাবি: করোনা সংক্রমণ রোধে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ক্যাম্পাসের ভিতরে কোভিড-১৯ টিকা নিতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত রাবিতে কোভিড-১৯ টিকা প্রদান শুরু। শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রাবি শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্ধারিত তারিখ ও সময়ে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। সেখানে স্পট রেজিস্ট্রেশনেরও ব্যবস্থা থাকবে। সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রসহ জন্মনিবন্ধন সনদ সঙ্গে নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, ২১ জানুয়ারি করোনার বিরূপ পরিস্থিতির কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় পরপর দুই সপ্তাহ করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে রাবিতে আবারো শুরু হয়েছে সশরীরে ক্লাস-পরীক্ষা।

 

আরও পড়ুন...