নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

পিবিএ স্পোটস ডেস্ক: ওয়ানডে সিরিজ শেষ। নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকবার হোয়াইটওয়াশ হল বাংলাদেশ। সেই লজ্জা ভুলে এবার পালা সাদা পোশাকে লড়াইয়ের। হ্যামিল্টনে ২৮ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্টটি।

সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ওই স্কোয়াডে অনুমিতভাবেই নেই সাকিব আল হাসান। ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরের শুরুতেই ছিটকে পড়েন তিনি। পেসার তাসকিন আহমেদও ইনজুরির কারণে যেতে পারেননি দলের সাথে।

সাকিবের অনুপস্থিতিতে এই দুই টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। হার্ড হিটার এই ব্যাটসম্যানের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা উল্লেখ করার মতো নয়। তবে ২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশের সর্বশেষ কিউই সফরে ছিলেন তিনি। ইমরুল কায়েসের চোটের কারণে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই ৮৬ ও ৩৬ রান করেছিলেন সৌম্য।

টেস্টের বাংলাদেশ দল :

তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, সৌম্য সরকার।
পিবিএ/বাখ

আরও পড়ুন...