উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী): পর্যপটন কেন্দ্র কুয়াকাটায় টেলিভিশন ও আনলাইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুয়াকাটা পৌরসভা কার্যালয়ের হল রুমে ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেড দিনব্যাপীএ প্রশিক্ষণের আয়োজন করে।
কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপনের সঞ্চলনায় ও কুয়াকাটা প্রেসক্লবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার। ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমেটেডের চিফ কোর্ডিনেটার মো.নাসির পাঠান ও প্রধান প্রশিক্ষক রঞ্জক রিজভী প্রমুখ। এতে পটুয়াখালী, কলাপাড়া, রাঙ্গাবালি, গলাচিপা, মিজাগঞ্জ, মহিপুর ও কুয়াকাটার ৬৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।