পিবিএ, হাটহাজারী(চট্টগ্রাম): হাটহাজারী রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হেফাজত ইসলাম বাংলদেশ এর আমীর ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার(বড় মাদ্রাসা)মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২টায় আমীরে হেফাজতের কার্যালয় থেকে হাটহাজারী মাদ্রাসার মুখপাত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক সরওয়ার কামাল প্রেরিত এক বিবৃতিতে এ শোকবার্তা পাঠানো হয়।
শোকবার্তায় আল্লামা শাহ আহমদ শফী বলেন, চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
আল্লামা আহমদ শফী আরো শোকবার্তায় বলেন, অগ্নিকান্ডে যারা মারা গেছেন, তারা শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং মসজিদে-মসজিদে বিশেষ দোআ আয়োজনের জন্য ইমাম ও খতীবদের প্রতি অনুরোধ জানান।