মনির হোসেন মাহিন,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আবাসিক হলগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সিট বানিজ্য নিরসন ও সুষ্ঠু সিট বন্টনে দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্র উপদেষ্টা তারেক নূরের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলোর নেতা কর্মীরা আবাসিক হলের সিট নিয়ে বাণিজ্য করছেন বলেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। দেশের একটি সুনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের গর্হিত কাজ একদিকে যেমন শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করছে, তেমনি দেশ বিদেশে প্রতিষ্ঠানটির সুনাম ও মর্যাদা নষ্ট করছে।
ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে রাজনৈতিক ব্লক নামে যে দখলদারিত্ব জারি রয়েছে এবং হল গুলোতে যে ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে তারও অবসান হওয়া জরুরী।
স্মারকলিপিতে আরো বলা হয়, রাবির আবাসিক হলসমূহে শিক্ষার্থীদের সুষ্ঠু সিট বন্টন নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে। হলের প্রাধ্যক্ষগণ ন্যায্যতার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের সিট বরাদ্দ দিলেও শিক্ষার্থীরা তাদের বৈধ সিটে উঠতে পারছেনা। অনেক বৈধ আবাসিক শিক্ষার্থীকে আবার ভয়ভীতি দেখিয়ে হল থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। ভুক্তভোগী প্রাধাক্ষকে লিখিত অভিযোগসহ বারবার সহযোগীতা চেয়েও বেশির ভাগ ক্ষেত্রে কোনো ধরনের প্রতিকার পাওয়া যায়না। ।
রাবির বৈধ আবাসিক শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে আবাসিক হলগুলোতে থাকার সু-ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অবৈবভাবে যারা হলে অবস্থান করছে এবং অবৈধ সিট বাণিজ্যের সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।