পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও একাডেমিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে রাত ১২টা ০১ মিনিটে ক্যাম্পাসের শহীদ মিনারে ও পরে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীরা ও শিক্ষার্থীরা।
পরে সকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম এ সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর বি.কে বালা, প্রাণী সম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের প্রফেসর ড. গোলাম শাহী আলম, আইন অনুষদের ডীন মোঃ আবদুল কুদ্দুস মিয়া, ফামের্সী বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, প্রভাষক শামীমা আক্তার, এমদাদুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা নূরুন নাহার, শিক্ষার্থী সবকত শোয়েব দেশ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন, মাতৃভাষার গুরুত্বের কথা তুলে ধরে বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে হলে আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে হবে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
পিবিএ/এফএস