চবির দুই হল থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদের দুটি আবাসিক হলে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে প্রক্টরিয়াল বডি।

বুধবার (৯ মার্চ) মধ্যরাতে সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলে পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে ২৪ ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার ও বুধবার সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয় ও সিএফসি। মঙ্গলবার কনসার্টে প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয় উপ-গ্রুপ দুটির মধ্যে। একই ঘটনার জের ধরে বুধবার শহীদ আব্দুর রব হলের ঝুপড়িতে দুই গ্রুপের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

বিজয় উপ-গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘সিএফসির নেতা বিতর্কিত সভাপতি রুবেল পূর্ণাঙ্গ কমিটি না দেওয়ার জন্য শুরু থেকেই পায়তারা করছে। সে ইচ্ছে করেই বারবার ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করছে।’

চবি ছাত্রলীগের সভাপতি ও সিএফসি উপ-গ্রুপের নেতা রেজাউল হক রুবেল বলেন, ‘আমি ছাত্রলীগের সভাপতি। কোনো বগিভিত্তিক গ্রুপের নেতা নই। বগিভিত্তিক গ্রুপের অপকর্মের দায়ভার ছাত্রলীগে নিবে না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘সংঘর্ষের পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা দুটি হলে তল্লাশি চালাই। এ সময় আমরা দুই হল থেকে রামদা, কিরিচ, গুলতি, কাচের বোতল ও রডসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করি।’

আরও পড়ুন...