কলাপাড়ায় বাসের চাপায় সাংবাদিকের মৃত্যু

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সড়কে রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী যমুনা লাইন পরিবহনের বাসের চাপায় সাংবাদিক হাসান পারভেজের (৫৫) মৃত্যু হয়েছে। তিনি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার প্রতিনিধি ও কলাপাড়া প্রেসক্লাবের সদস্য।শুক্রবার সন্ধ্যা সাতটায় এ দুর্ঘটনা ঘটে। র্ঘটনার পর বাসটি ফেলে চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তার পুলিশ বাসটি জব্দ করেছে। সাংবাদিক হাসান পারভেজের মৃত্যুতে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ফোরামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক হাসান পারভেজ স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে পায়ে হেঁটে পাখিমার বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় কুয়াকাটা থেকে ঢাকাগামী যমুনা পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১১-৬৭০৯) বাসটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় রং সাইডে গিয়ে তাকে চাপা দেয়। এলাকাবাসী এ দৃশ্য দেখে এগিয়ে গেলে চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. আব্দুল করিম জানান, পারভেজের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, তারা দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যায়। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

 

আরও পড়ুন...