চোটের কারণে ছিটকে গেলেন হার্দিক

hardik

পিবিএ ডেস্ক : চোট সারিয়েই ফিরেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু নির্বাসনের কারনে খেলতে পারেননি। নির্বাসন থেকে মুক্তি পেয়ে ফিরেছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু ফের ছিটকে গেলেন অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে সিমীত ওভারের ম্যাচ থেকে। পিঠের সমস্যার জন্য পুরো সিরিজেই খেলা হচ্ছে না হার্দিক পাণ্ড্যের। তার জায়গায় ডাকা হয়েছে রবীন্দ্র জাদেজাকে ওডিআই সিরিজের জন্য। বিশ্বকাপের আগে এই সিরিজে খেলতে না পারাটা হার্দিক পাণ্ড্যের জন্য খুব ভাল হল না।

ভারতীয় ক্রিকেট বোর্ড এক বার্তায় জানিয়েছে, ‘ভারতীয় দলের অল-রাউন্ডার হার্দিক পাণ্ড্যে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ ও ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন লোয়ারব্যাক স্টিফনেসের জন্য।’

সেখানে আরও জানানো হয়, ‘‘বিসিসিআই-এর মেডিক্যাল টিম এই অল-রাউন্ডারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাকে ফিট করে তুলতে পাঠানো হচ্ছে বেঙ্গালুরুর ন্যাশনা ক্রিকেট অ্যাকাডেমিকে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে তার ফিটনেস ট্রেনিং।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...