২৭ লাশের ডিএনএ নমুনা সংগ্রহ

পিবিএ,ঢামেক: চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের মধ্য ৪০ জনের পরিচয় সনাক্ত হয়েছে। এবং তাদের ময়না তদন্ত সম্পন্ন করার পর তা স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

রাত পৌনে ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ৬৭ জনের লাশ মর্গে আনা হয়েছে। এখন পর্যন্ত নিহত ৪০ জনের পরিচয় সনাক্ত হওয়া গেছে। তাদের লাশের ময়না তদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২৭ টি লাশ এখনও মর্গে রয়েছে। এই লাশগুলো ঢাকার বিভিন্ন হাসপাতালে হিমাগারে পাঠানো হবে।
সবগুলো লাশের ডিএনএ স্যাম্পল এর জন্য থাই মাসল ব্লাড দাঁত ও হাড় সংগ্রহ করা হয়েছে। এগুলো মালিবাগ সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। আগামী দুইদিনের ভিতর বাকি লাশের পরিচয় সনাক্ত না হলে রবিবার থেকে দাবীকৃত স্বজনদের সকলের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং লাশের সাথে তা ম্যাচিং করা হবে। যদি তা মিলে যায় তখন তাদেরকে লাশ হস্তান্তর করা হবে।
তিনি আরো বলেন, এই লাশের সঙ্গে কয়েকটি মানবদেহের অংশ পাওয়া গেছে। ডিএনএ রিপোর্টের পরে বলা যাবে সেগুলো একই মানবদেহের নাকি ভিন্ন ভিন্ন মানবদেহের।
এর আগে অগ্নিকান্ডের ঘটনায় ৬৭জনের নিহত হয়েছেন বলে দাবি করেছেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সেলিম রেজা।
তিনি আরো জানান, হস্তান্তরকৃত প্রতি লাশের দাফন-কাফন/সৎকারের জন্য স্বজনদের হাতে ২০ হাজার করে নগদ টাকা নগদ তুলে দেওয়া হচ্ছে।
ময়না তদন্তকারী চিকিৎসক ডা. সোহেল মাহমুদ জানান, এখন (০৫ঃ০০ pm) পর্যন্ত ৪০ টি লাশের ময়না তদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুটা সময় বিরতির পর আবার সনাক্তকৃত বাকি লাশ গুলোর ময়না তদন্ত করা হবে।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...