রাজকুমার বরজাতিয়ার মৃত্যুতে শোকের ছায়া বলিউডে

Rajkumar

পিবিএ ডেস্ক : নব্বইয়ের দশকে তার প্রযোজিত ছবি মানেই হটকেক। ‘হাম আপকে হ্যায় কন’ কিংবা ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মতো বিপুল জনপ্রিয় ছবির প্রযোজক রাজকুমার বরজাতিয়া মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রোডাকশনের নাম ছিল ‘রাজশ্রী’। সালমান খানের অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি। ‘প্রেম রতন ধন পাও’ ছবিটিও প্রযোজনা করেছিলেন তিনি।

তার ছেলে সূরয বরজাতিয়া এখন ওই প্রোডাকশন হাউস চালান। ‘রাজশ্রী’প্রোডাকশনের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এদিন তার মৃত্যুর খবর জানানো হয়েছে। রাজকুমার বরজাতিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...