কে হচ্ছেন পাকুন্দিয়ার নৌকার মাঝি

Pakundia_photo_21.02.2019পিবিএ,কিশোরগঞ্জ: আগামি ২৪মার্চ পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচন। তৃতীয় ধাপের এ নির্বাচনে আজ (২২ফেব্রুয়ারি) আওয়ামীলীগের মনোনয়ন ঘোষণার সম্ভাবনা রয়েছে। এতে উদ্বেগ, উৎকণ্ঠায় রয়েছে পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগ। কে পাচ্ছেন দলীয় মনোনয়ন, কে হচ্ছেন নৌকার মাঝি? এ আলোচনা এখন পাকুন্দিয়ার সকল মহলে।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তিনজনের নাম চূড়ান্ত করতে গত ৬ফেব্রুয়ারি উপজেলা আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপজেলা পরিষদে অবস্থিত উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবেন বৈঠকে বসে। কিন্তু এতে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি উপজেলা আওয়ামীলীগ। ফলে সম্ভাব্য সকল চেয়ারম্যান প্রার্থীর নামের তালিকাই কেন্দ্রে পাঠিয়ে দেন।

সম্ভাব্য প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো.রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.হুমায়ুন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, নারান্দী ইউপি চেয়ারম্যান সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, পাকুন্দিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো.জসীম উদ্দিন ও হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহেল।

প্রসঙ্গত, আগামি ২৪মার্চ পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে এক লাখ ৮৭হাজার ৩৯জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯২হাজার ৮শ ছয়জন এবং মহিলা ভোটার ৯৪হাজার ২শ ৩৩জন। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৮ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৭ মার্চ।

পিবিএ/এসএইচ/কে

আরও পড়ুন...