পিবিএ,বেনাপোল: ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিল সহ নাসিমা খাতুন (৪৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার সময় মসজিদ বাড়ি পোস্ট নামক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে আসা ফেনসিডিল সহ তাকে আটক করা হয় । আটক মহিলা শার্শা থানা পুতাবাড়ী গ্রামের জামাল হোসেনের স্ত্রী ।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিএকে জানান, গোপন সংবাদে জানতে পারি, এক মহিলা মাদক ব্যবসায়ী পুটখালী থেকে বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে বেনাপোল বাজারে দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার লাবলুর রহমান, সিপাহী আব্দুল মোমিন, সিপাহী সোহেল ও সিপাহী শামিম এর নেতৃত্বে একটি টহল দল মসজিদ বাড়ি পোস্টে পাশে অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিলসহ নাসিমা খাতুন কে হাতেনাতে আটক করা হয় ।
এর আগেও পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা এই মহিলা মাদক ব্যবসায়ীকে ৩ বার প্রায় ৫ শত ফেনসিডিল নিয়ে আটক করে মামলা দিয়ে ছিল। কিন্তু জামিনে এসে আবারও ব্যবসা শুরু করে। এই দিয়ে সে বিজিবি’র কাছে ৪র্থবার আটক। আটক মহিলা বিজিবি কাছে স্বীকার করে জানান পুটখালী গ্রামের হাসান ও হোসেন নামে আপন দুই জমজ ভাই এ মাদকের চালান টি বেনাপোল পাঠানো জন্য মহিলার হাতে তাদের বসত বাড়ির রান্না ঘর থেকে তুলে দেয়। এক হাজার টাকা বিনিময়ে সে বেনাপোল বাজারে ফেনসিডিল এ চালান টি নিয়ে আসছিল। রেল লাইনের পিছনে দেওয়ার জন্য। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করেছে ।
পিবিএ/এন উ/হক