শেরপুরে ৫দিনব্যাপী বই মেলার উদ্বোধন

পিবিএ,শেরপুর: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে ৫দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ডিসি উদ্যান চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন প্রমুখ। পরে ভাষা সৈনিক পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেলায় ১০টি স্টলে একুশে বই মেলায় বের হওয়া শেরপুরের স্থানীয় লেখকদের বইসহ বিভিন্ন বই স্থান পেয়েছে। প্রথম দিনেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। মেলার সমাপনী দিনে সেরা স্টল ও অংশগ্রহণকারী বই ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

পিবিএ/এসএম/এমএসএম

আরও পড়ুন...