পুলওয়ামা হামলায় জইশকে দায়ী করলো জাতিসংঘ

pulwama

পিবিএ ডেস্ক : ভারতের কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই হামলার জন্য পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদকে দায়ী করেছে তারা। তবে এনডিটিভি জানতে পেরেছে চীনের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল যাতে জইশের নাম উল্লেখ করা না হয়।

এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, কাপুরুষের মতো আঘাত হেনে কাশ্মীরে চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ানকে হত্যা করা হয়েছে। নিরাপত্তা পরিষদ কড়া ভাষায় এই হামলার বিরোধিতা করছে। ঘটনার দায় নিয়েছে জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। পরিষদের সব সদস্য-রাষ্ট্রকে নিজেদের বাধ্যবাধকতাকে দূরে সরিয়ে রেখে ভারত সরকারকে সাহায্য করতে হবে। সূত্র থেকে এনডিটিভি জানতে পেরেছে এই বিবৃতি আটকে দেওয়ার চেষ্টা করেছিল চীন। বিবৃতিতে কয়েকটি পরিবর্তনের কথা তারা বলেছিল। প্রথমত বিবৃতিতে জইশ- এর নাম থাক সেটা চীন মোটেই চায়নি।

তাছাড়া ঘটনাটি কাশ্মীরে ঘটেছে এটা লেখা নিয়েও আপত্তি ছিল চীনের। তারা চেয়েছিল ‘ভারত শাসিত কাশ্মীর’ কথাটা লেখা হোক। আর তাছাড়া ভারত সরকারকে সাহায্য করার বিষয়টিকে বাধ্যতামূলক না করে আবেদন হিসেবেই পেশ করতে চেয়েছিল চীন। তবে সেটা হয়নি।

চীন চিরকাল পাকিস্তানের পাশে থাকে। শুধু এবারের ঘটনা নয় এর আগেও এ ধরনের কাজ করেছে বেইজিং। আদতে শেষ তিন বছর ধরে চীনের আপত্তিতেই পুলওয়ামাসহ ভারতে হয়ে যাওয়া একাধিক জঙ্গি হামলার মাস্টার মাইন্ড মাওলানা মাসুদ আজাহারকে জাতিসংঘ ঘোষিত জঙ্গি-র তকমা দেওয়া যাচ্ছে না। তবে পুলওয়ামার হামলার পর নিহত জওয়ানদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছিল চীন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...