ঘুষের প্রস্তাবে চমকে জবাব দিল রোবট পুলিশ!

robot

পিবিএ ডেস্ক : যন্ত্র বা কোনও সাধারণ রোবট ভেবে ভুল করবেন না একে। কারণ শুধু বেশেই নয়, কাজেও একজন পুরোপুরি পুলিশ ইনি। এই প্রথম ভারতে রোবট পুলিশ নিয়োগ হল। নিয়োগ করল ভারতের কেরালা পুলিশ। রোবটটির নাম কেপি-বট। কেরালা পুলিশ ডিপার্টমেন্টের টেকনোলজিক্যাল রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টার অর্থাত্ কেরল পুলিশ সাইবারডোম এই রোবট বানিয়েছে। কী কাজ করবে এই রোবট? না, দৌড়ে চোর ধরতে পারবে না ঠিকই। তবে পুলিশের প্রায় সমস্ত রকম অফিসিয়াল কাজকর্ম করে ফেলবে একাই।

যেমন ধরুন, কাউকে গাইড করা, রিসেপশনে কে ঢুকছে-বের হচ্ছে, তাদের নাম এন্ট্রি করা, পুলিশ কর্তাদের অ্যাপয়নমেন্ট ঠিক করা। এসবই একা সামলে নেবে কেপি-বট। এমনকি কেপি-বটের মুখে ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা লাগানো রয়েছে। যা মুখের ছবি তুলে রাখতে সক্ষম। কেরালা পুলিশের তরফে জানানো হয়েছে, কেপি-বটের প্রযুক্তি আরও উন্নত করা হবে। তার ফলে দুষ্কৃতীদের সনাক্ত করে তাদের থানায় ঢোকা থেকে আটকাতেও সক্ষম হবে এই রোবট পুলিশ।

গত মঙ্গলবার দেশের প্রথম রোবট পুলিশের উদ্বোধন করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তখন এক পুলিশ অফিসার মজা করে কেপি-বটকে বলেন, ‘আমি কি তোমাকে ঘুষ দেব?’ প্রত্যুত্তরটাও পোড় খাওয়া পুলিশের মতোই দেয় সে। কেপি-বট ওই পুলিশ অফিসারকে জবাব দেয়, তার ছবি এবং কথা রেকর্ড করা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...