লাশের পরিচয় সনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ

পিবিএ,ঢামেক: চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের মধ্যে অসনাক্ত লাশের পরিচয় সনাক্তর জন্য দাবীকৃত স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সকাল ১১ টা থেকে এই রমুনা সংগ্রহ কাজ চলছে।

এরআগে গতরাত ১ টা পর্যন্ত ৪৫ টি লাশের পরিচয় সনাক্ত হয়েছে। এই ৪৫ টি লাশ রাতেই তাদের স্বজনদের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ঢাকা জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবব্দুল্লাহ আল মাহফুজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ হস্তান্তর এর সময় প্রতিজনের স্বজনের কাছে ২০ হাজার করে টাকা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, অসনাক্ত ২২ টি লাশের মধ্যে ৫ টি হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে, ৩ টি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, ৫ টি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে, ৫ টি মিটফোর্ড হাসপাতালে ও বাকি ৪ টি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

বেলা সাড়ে ১১ টা নাগাদ ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা আরো একটি লাশের পরিচয় সনাক্ত করেছে স্বজনরা। তার নাম সোলাইমান হোসেন (২০)। টাঙ্গাইল মধুপুর ভট্টবাড়ি গ্রামের মৃত সোহরাবের ছেলে সোলাইমান। থাকতো লালবাগ শহীদ নগর বউবাজার এলাকায়। গুলিস্তান ফায়ার সার্ভিস সদর দপ্তর এর পাশে ভ্যানে করে চিংড়ির টিকিয়া বিক্রি করতো সে।

তার ভগ্নীপতি শফিকুল ইসলাম তার লাশ সনাক্ত করেন। তিনি জানান, ওইদিন রাতে কাজ শেষে ঘটনাস্থলের পাশ দিয়ে বাসায় ফিরছিলো সে। এসময় দুর্ঘটনায় প্রাণ হারায় সে।

এনিয়ে ৪৬ টি লাশের পরিচয় সনাক্ত হলো।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...