যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান!

pak

পিবিএ ডেস্ক : ভারতের কাশামীরে পুলওয়ামা হামলার পর ভারতের প্রতিরোধের আশংকায় যেকোনও চরম পরিস্থিতির জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। সূত্রের খবর, ভারতীয় চাপের মুখে পাকিস্তানকে যেন কোনওভাবেই মাথা না নত করতে না হয়, ইমরান খানের সরকারকে সেই কথাই বলেছে জইশ প্রধান মাসুদ আজহার।

পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে, তার প্রমাণ মিলেছে দু’টি সরকারি নথি থেকে। একটি বেলুচিস্তানের পাক সেনাঘাঁটির নথি ও অপরটি পাক অধিকৃত কাশ্মীরের স্থানীয় প্রশাসনকে দেওয়া একটি নোটিশ। ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা তৈরি হওয়ায় গত ২০ ফেব্রুয়ারি জিলানি হাসপাতালকে চিঠি দিয়ে জরুরি অবস্থার জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছে কোয়েটার পাক সেনাঘাঁটি।

হেডকোয়ার্টার্স কোয়েটা লজিস্টিকস এরিয়ার ফোর্স কম্যান্ডার জিলানি হাসপাতালের আবদুল মালিককে চিঠিতে লিখেছেন, ‘জরুরি ভিত্তিতে যুদ্ধ হলে সিন্ধু ও পাঞ্জাবের সাধারণ ও সেনা হাসপাতাল থেকে আহত জওয়ানরা আসতে পারেন। প্রাথমিক চিকিত্‍‌সার পর সেই হাসপাতাল থেকে তাদের বেলুচিস্তানের সিভিল হাসপাতালে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। যতক্ষণ বেড থাকবে ততক্ষণ এটা করা হবে।’

চিঠিতে আরও বলা হয়েছে যে প্রদেশের সব সেনা ও সাধারণ হাসপাতালে সব রকম মেডিক্যাল সহযোগিতার জন্য পরিকল্পনা করা হয়েছে। প্রয়োজন হলে সেনা হাসপাতালের পাশাপাশি সাধারণ হাসপাতালেও ২৫% আসন আহত সৈনিকদের জন্য সংরক্ষিত করে রাখার নির্দেশ দেওয়া হবে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...