কুমীরপ্রেমী স্টিভ আরউইনের স্মরণে গুগলের বিশেষ শ্রদ্ধা

stive

পিবিএ ডেস্ক : স্টিভ আরউইনের ৫৭ তম জন্মবার্ষিকীতে ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল গুগল। অস্ট্রেলিয়ার চিড়িয়াখানায় তার জীবনের নানা সময় ভাগ করে নেওয়ার পাশাপাশি পশু রাজ্যে তার অবাধ বিচরণ ও ভালোবাসা ফুটিয়ে তোলা হয়েছে ওই গুগল ডুডলের মধ্যে দিয়ে।

ছেলে স্টিভের ছয় বছরের জন্মদিনে ১১ ফুট লম্বা অজগর উপহার দিয়েছিলেন বাবা-মা বব এবং লিন আরউইন। পরে আরউইন পরিবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে চলে আসে। সেখানে আরউইন পরিবার একটি সরীসৃপ উদ্যান উদ্বোধন করেন। যা বিয়ারওয়াহ রেপটাইল পার্ক নামে সুপরিচিত।

কুইন্সল্যান্ডের ইস্ট কোস্ট কুমির ব্যবস্থাপনা প্রোগ্রামের (Queensland’s East Coast Crocodile Management Program) স্বেচ্ছাসেবক ছিলেন তিনি। পৃথিবীর সবথেকে বড় জীবন্ত সরীসৃপ অর্থাৎ নোনাজলের বিপন্ন কুমীরদের (endangered saltwater crocodiles) ধরা এবং সেই কুমীরদের সঠিক জায়গায় স্থানান্তরিত করতে সহায়তা করতেন স্টিভ।

পিবিএ/জিজি

আরও পড়ুন...