কাশ্মীরিদের ওপর হামলা বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের

kashmir

পিবিএ ডেস্ক : পুলওয়ামা হামলার জেরে ভারতের বিভিন্ন স্থানে আক্রমণের মুখে পড়েছেন কাশ্মীরিরা। কোথাও হামলা, কোথাও হেনস্থা, আবার কোথাও সামাজিকভাবে বয়কট করা হচ্ছে তাদের। এই পরিস্থিতি এখনই বন্ধ করতে কেন্দ্রীয় সরকার ও ১০ রাজ্যকে নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

এই ১০ রাজ্যগুলো হল জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, মেঘালয়, ছত্তিসগড়, পশ্চিমবঙ্গ, পঞ্জাব এবং মহারাষ্ট্র। কাশ্মীরিদের ওপর হামলা বন্ধ করার আবেদন নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তারিক আদিব। মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় যে বিতর্কিত টুইটে কাশ্মীরিদের বয়কট করার ডাক দিয়েছেন, সেই বিষয়টিও উল্লেখ করেন তিনি। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

পিবিএ/জিজি

আরও পড়ুন...