দেখে নিন এবারের আইপিএলের পূর্ণাঙ্গ সূচি

আইপিএলের এবারের আসরটিকে মেগা আসর নাম দেয়া যায়। কারণ, ১০টি দলের মোট ৭১টি খেলা। ৫৯ দিন ধরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ভিত্তিক ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের সব রস আস্বাদন করিয়েই যেন ভক্ত-সমর্থকদের মুক্তি দেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

১৫তম মেগা আসরটি শুরু হচ্ছে আজ শনিবার, রাত ৮টায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রানারআপ কলকাতা নাইট রাইডার্স। এবার দুই দলেরই অধিনায়ক নতুন।

কেকেআরের নতুন নেতৃত্ব দেয়া হয়েছে স্রেয়াশ আয়ারের কাঁধে। অন্যদিকে অভিজ্ঞ ক্রিকেটার রবিন্দ্র জাদেজাকে বেছে নেয়া হয়েছে চেন্নাইয়ের নেতৃত্ব দেয়ার জন্য।

এক নজরে দেখে নিন এবারের আইপিএলের পূর্ণাঙ্গ সূচি, কে কখন কার মুখোমুখি হচ্ছে জেনে নিন।

তারিখ ম্যাচ ভেন্যু সময়
২৬ মার্চ চেন্নাই সুপার কিংস-কলকাতা নাইট রাইডার্স ওয়াংখেড়ে রাত ৮টা
২৭ মার্চ দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ান্স ব্র্যাবোর্ন বিকাল ৪টা
২৭ মার্চ পাঞ্জাব কিংস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ডিওয়াই পাতিল রাত ৮টা
২৮ মার্চ গুজরাট টাইটান্স-লখনৌ সুপার জায়ান্টস ওয়াংখেড়ে রাত ৮টা
২৯ মার্চ সানরাইজার্স হায়দরাবাদ-রাজস্থান রয়্যালস এমসিএ রাত ৮টা
৩০ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-কলকাতা নাইট রাইডার্স ডিওয়াই পাতিল রাত ৮টা
৩১ মার্চ লখনৌ সুপার জায়ান্টস-চেন্নাই সুপার কিংস ব্র্যাবোর্ন রাত ৮টা
১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস ওয়াংখেড়ে রাত ৮টা
২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যালস ডিওয়াই পাতিল বিকাল ৪টা
২ এপ্রিল গুজরাট টাইটান্স-দিল্লি ক্যাপিটালস এমসিএ রাত ৮টা
৩ এপ্রিল চেন্নাই সুপার কিংস-পাঞ্জাব কিংস ব্র্যাবোর্ন রাত ৮টা
৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ-লখনৌ সুপার জায়ান্টস ডিওয়াই পাতিল রাত ৮টা
৫ এপ্রিল রাজস্থান রয়্যালস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ওয়াংখেড়ে রাত ৮টা
৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-মুম্বাই ইন্ডিয়ান্স এমসিএ রাত ৮টা
৭ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টস-দিল্লি ক্যাপিটালস ডিওয়াই পাতিল রাত ৮টা
৮ এপ্রিল পাঞ্জাব কিংস-গুজরাট টাইটান্স ব্র্যাবোর্ন রাত ৮টা
৯ এপ্রিল চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদ ডিওয়াই পাতিল বিকাল ৪টা
৯ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-মুম্বাই ইন্ডিয়ান্স এমসিএ রাত ৮টা
১০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ব্র্যাবোর্ন বিকাল ৪টা
১০ এপ্রিল রাজস্থান রয়্যালস-লখনৌ সুপার জায়ান্টস ওয়াংখেড়ে রাত ৮টা
১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ-গুজরাট টাইটান্স ডিওয়াই পাতিল রাত ৮টা
১২ এপ্রিল চেন্নাই সুপার কিংস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ডিওয়াই পাতিল রাত ৮টা
১৩ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স-পাঞ্জাব কিংস এমসিএ রাত ৮টা
১৪ এপ্রিল রাজস্থান রয়্যালস-গুজরাট টাইটান্স ডিওয়াই পাতিল রাত ৮টা
১৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স ব্র্যাবোর্ন রাত ৮টা
১৬ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স-লখনৌ সুপার জায়ান্টস ব্র্যাবোর্ন বিকাল ৪টা
১৬ এপ্রিল দিল্লি ক্যাপিটালস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ওয়াংখেড়ে রাত ৮টা
১৭ এপ্রিল` পাঞ্জাব কিংস-সানরাইজার্স হায়দরাবাদ ডিওয়াই পাতিল বিকাল ৪টা
১৭ এপ্রিল গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস এমসিএ রাত ৮টা
১৮ এপ্রিল রাজস্থান রয়্যালস-কলকাতা নাইট রাইডার্স ব্র্যাবোর্ন রাত ৮টা
১৯ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ডিওয়াই পাতিল রাত ৮টা
২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস এমসিএ রাত ৮টা
২১ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংস ডিওয়াই পাতিল রাত ৮টা
২২ এপ্রিল দিল্লি ক্যাপিটালস-রাজস্থান রয়্যালস এমসিএ রাত ৮টা
২৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-গুজরাট টাইটান্স ডিওয়াই পাতিল বিকাল ৪টা
২৩ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদ ব্র্যাবোর্ন রাত ৮টা
২৪ এপ্রিল লখনৌ সুপার জায়ান্টস-মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেড়ে রাত ৮টা
২৫ এপ্রিল পাঞ্জাব কিংস-চেন্নাই সুপার কিংস ওয়াংখেড়ে রাত ৮টা
২৬ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-রাজস্থান রয়্যালস এমসিএ রাত ৮টা
২৭ এপ্রিল গুজরাট টাইটান্স-সানরাইজার্স হায়দরাবাদ ওয়াংখেড়ে রাত ৮টা
২৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালস-কলকাতা নাইট রাইডার্স ওয়াংখেড়ে রাত ৮টা
২৯ এপ্রিল পাঞ্জাব কিংস-লখনৌ সুপার কিংস এমসিএ রাত ৮টা
৩০ এপ্রিল গুজরাট টাইটান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ব্র্যাবোর্ন বিকাল ৪টা
৩০ এপ্রিল রাজস্থান রয়্যালস-মুম্বাই ইন্ডিয়ান্স ডিওয়াই পাতিল রাত ৮টা
১ মে দিল্লি ক্যাপিটালস-লখনৌ সুপার জায়ান্টস ওয়াংখেড়ে বিকাল ৪টা
১ মে সানরাইজার্স হায়দরাবাদ-চেন্নাই সুপার কিংস এমসিএ রাত ৮টা
২ মে কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস ওয়াংখেড়ে রাত ৮টা
৩ মে গুজরাট টাইটান্স-পাঞ্জাব কিংস ডিওয়াই পাতিল রাত ৮টা
৪ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস এমসিএ রাত ৮টা
৫ মে দিল্লি ক্যাপিটালস-সানরাইজার্স হায়দরাবাদ ব্র্যাবোর্ন রাত ৮টা
৬ মে গুজরাট টাইটান্স-মুম্বাই ইন্ডিয়ান্স ব্র্যাবোর্ন রাত ৮টা
৭ মে পাঞ্জাব কিংস-রাজস্থান রয়্যালস ওয়াংখেড়ে বিকাল ৪টা
৭ মে লখনৌ সুপার জায়ান্টস-কলকাতা নাইট রাইডার্স এমসিএ রাত ৮টা
৮ মে সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ওয়াংখেড়ে বিকাল ৪টা
৮ মে চেন্নাই সুপার কিংস-দিল্লি ক্যাপিটালস ডিওয়াই পাতিল রাত ৮টা
৯ মে মুম্বাই ইন্ডিয়ান্স-কলকাতা নাইট রাইডার্স ডিওয়াই পাতিল রাত ৮টা
১০ মে লখনৌ সুপার জায়ান্টস-গুজরাট টাইটান্স এমসিএ রাত ৮টা
১১ মে রাজস্থান রয়্যালস-দিল্লি ক্যাপিটালস ডিওয়াই পাতিল রাত ৮টা
১২ মে চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেড়ে রাত ৮টা
১৩ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-পাঞ্জাব কিংস ব্র্যাবোর্ন রাত ৮টা
১৪ মে কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ এমসিএ রাত ৮টা
১৫ মে চেন্নাই সুপার কিংস-গুজরাট টাইটান্স ওয়াংখেড়ে বিকাল ৪টা
১৫ মে লখনৌ সুপার জায়ান্টস-রাজস্থান রয়্যালস ব্র্যাবোর্ন রাত ৮টা
১৬ মে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ডিওয়াই পাতিল রাত ৮টা
১৭ মে মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ ওয়াংখেড়ে রাত ৮টা
১৮ মে কলকাতা নাইট রাইডার্স-লখনৌ সুপার জায়ান্টস ডিওয়াই পাতিল রাত ৮টা
১৯ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-গুজরাট টাইটান্স ওয়াংখেড়ে রাত ৮টা
২০ মে রাজস্থান রয়্যালস-চেন্নাই সুপার কিংস ব্র্যাবোর্ন রাত ৮টা
২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস ওয়াংখেড়ে রাত ৮টা
২২ মে সানরাইজার্স হায়দরাবাদ-পাঞ্জাব কিংস ওয়াংখেড়ে রাত ৮টা

আরও পড়ুন...