খাগড়াছড়িতে দিনব্যাপী মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ কর্মশালা

khagracoti-pressjournalism-

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে প্রেসক্লাব হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়ার সভাপতিত্বে এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল,, ঢাকা ভাসানটেক সরকারি কলেজের সহকারি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন. জাতীয় প্রেস ক্লাবের সদস্য শাহনাজ পলি।

প্রশিক্ষণে সাংবাদিকদের মানবাধিকার বিষয়ে দক্ষতা অর্জনসহ গুরুত্বপূর্ন বিষয়ে প্রশিক্ষণ কালে নেতৃবৃন্দরা বলেন, জাতিসংঘের মানবাধিকার সনদ ১৯৪৮, জাতিসংঘ নারী ও শিশু অধিকার সনদ, মানবাধিকার, নারী ও শিশু অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় খাগড়াছড়িতে কর্মরত ২৫জন সাংবাদিক অংশ নেন।

পিবিএ/এএম/এফএস

আরও পড়ুন...