ইফতারিতে পাল্টে যায় ইবির প্রান্তর

নাজমুল হুসাইন,ইবি: যতদূর চোখ যায় প্রায় অর্ধশতাধিক ছোট-বড় দল পরিলক্ষিত হয়। কেউ ইফতারি সাজাচ্ছে, কেউবা সামনে ইফতারি নিয়ে সৃষ্টিকর্তার কাছে নিজেদের সপে দিচ্ছে। আবার কেউ নিজের সংগঠনের নিয়মকানুন সকলের সামনে ফুটিয়ে তুলছেন। পবিত্র মাহে রমজানে প্রতিদিন বিকেলে এমন দৃশ্য অবলোকন করা যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্রিকেট মাঠে।

আগের মত কেউ আর বল ব্যাট নিয়ে ছুটছে না। সবাই পরিচ্ছন্ন পোশাক আর নমনীয়তা নিয়ে ছোট ছোট দলবেঁধে মাঠের ভিতর বসে গেছে। এই দল বেঁধে বসার অন্য কোনো উদ্দেশ্য নয়, এটি শিক্ষার্থীদের ইফতারির পূর্ব মূহুর্তের দৃশ্য। প্রতিটি দল তাদের সামনে ইফতারি নিয়ে বসে আছে। সচারচার তাদের ইফতারির মধ্যে থাকে মুড়ি, আলুর চপ, পিয়াজু, ডিমের চপ, জুস, বেগুনি, জিলাপি, শরবত, খেজুর, বুন্দিয়া, এবং নানা রকম ফল-ফলাদি।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন বলেন, দখিনা বাতাসে বন্ধুদের সাথে ইফতারি, এ যেন সারাদিনের ক্লান্তি দূর করে দেয়।

ইফতারির পরের দৃশ্য আরও সুন্দর। সকলে মিলে দাঁড়িয়ে যায় মাগরিবের নামাজে। সবুজ মাঠে প্রতিদিন আল্লাহর অনুগত বান্দাদের এমন দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। সারা ক্যাম্পাসজুড়ে অন্য এক প্রশান্তির সুবাতাস বইতে শুরু করে।

 

আরও পড়ুন...