পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করার পক্ষে বিদ্যা

vidya

পিবিএ ডেস্ক : ভারতের পুলওয়ামায় হামলার ঘটনায় এবার প্রকাশ্যে সরব হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তিনি বলেন, ‘যদিও আমি সব সময়ে বিশ্বাস করি শিল্পকে দেশ-কাল ও রাজনীতির সীমার ঊর্ধ্বে রাখা উচিত। তবে এখন মনে হচ্ছে এবার সময় এসেছে নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার। অনেক সহ্য করা হয়েছে। আর না।’

তিনি এও বলেন, ‘আমার নিজের বিশ্বাস গান, কবিতা, নাচ, নাটক, সিনেমা বা অন্য যেকোনও শিল্পই পারে সব বিভেদ ভুলিয়ে মানুষকে এক করতে। কিন্তু এই মুহূর্তে চিন্তা বদলের প্রয়োজন দেখা দিয়েছে। এখন কড়া বার্তা পৌঁছে দেওয়ার সময়। ভবিষ্যতে সেই ভাবনায় আবার বদল আনা সম্ভব কি না তা পরে দেখা যাবে।’

সম্প্রতি মুক্তি পেয়েছে ইন্দ্র কুমার পরিচালিত টোটাল ধামাল। তবে তার এই ছবি পাকিস্তানে রিলিজ করার অনুমতি পরিচালক দেননি।

পিবিএ/জিজি

আরও পড়ুন...