এমপি বাসন্তী চাকমা’কে কেইউজের ফুলেল শ্রভেচ্ছা

আল-মামুন,পিবিএ,খাগড়াছড়ি: তিন পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তী চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।

শনিবার সকাল সাড়ে ১১টায় মহাজনপাড়াস্থ এমপির বাস ভবন এ শুভেচ্ছা জানান সংগঠনটি। বাসন্তী চাকমাকে অভিনন্দন জানিয়ে সাংবাদিকরা বলেন, জেলাবাসীর উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে গেল খাগড়াছড়ি। পার্বত্য জেলার আর্থসামাজিক ও নারী-উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য,ক্রীড়া,দারিদ্র বিমোচনসহ সকল ক্ষেত্রে নারী এমপি অগ্রনী
ভূমিকায় পার্বত্য জেলা এগিয়ে যাবে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।

এতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সৈকত দেওয়ান,সাধারণ সম্পাদক কানন আচার্য, সাংবাদিক প্রদীপ চৌধুরী,রূপায়ন তালুকদার,আল-মামুন,বিপ্লব
তালুকদার, লিটন ভট্টাচার্য্য রানা উপস্থিত ছিলেন। এ সময় বাসন্তী চাকমা এমপি নির্বাচীত হওয়ায় বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পিবিএ/এএম/জেডআই

আরও পড়ুন...

preload imagepreload image