
পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবারও জয়ের জন্য লড়বেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার।
বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করে ছিলেন। এ বছরও তিনি জয়ের জন্য ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
ভোটের মাঠ ঘুরে জানাগেছে, হিন্দু অধ্যুষিত এ উপজেলায় লক্ষ্মী সরকারের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। মুসলিম ভোটারদের কাছেও তিনি সমান জনপ্রিয়। এবারো নির্বাচনেভোটারদের মন জয় করতে ও কাছে টানতে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন উঠান বৈঠক, সভা, সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানেযোগ দিচ্ছেন তিনি।
বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার বলেন, দীর্ঘদিন ধরে আমি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি। গত ৫ বছর ধরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলার বিভিন্ন মন্দির-মসজিদ উন্নয়ন, গভীর নলকুপ স্থাপন, রাস্তা ঘাটের উন্নয়ন, ব্রীজ কালভাট নির্মানসহ নানা উন্নয়নমূলক কাজ করেছি। এছাড়াও নারী শিক্ষা ও নারী উন্নয়নে ব্যাপক ভূমিক রেখেছি। আশা করি আমার এই কর্মকান্ড বিবেচনা করে উপজেলাবাসী আমাকে ভোট দিয়ে এবারও নির্বাচিত করবেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে কোটালীপাড়া উপজেলা নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারী, বাছাই ২৮ ফেব্রুয়ারী এবং প্রত্যাহার ৭ মার্চ।
পিবিএ/বিএস/হক