মাতৃভাষা দিবস পালন করলো মালদ্বীপ আওয়ামী লীগ

পিবিএ,মালদ্বীপ: মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মালদ্বীপ আওয়ামীলীগ, মালদ্বীপের রাজধানী মালে’তে আওয়ামীলীগের পাটি অফিসে মালদ্বীপ আওয়ামীলীগের সহ সভাপতি আকবর হোসেনের উপস্থাপনায় মালদ্বীপ আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব দুলাল মাতাবরে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামীলীগের উপদেষ্টা মীর সাইফুল ইসলাম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা করেন মালদ্বীপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি ফাইজুর রহমান, সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক সুমন হোসেন, দপ্তর সম্পাদক রুবেল মৃধা, সদস্য,মিজান মোল্লা, সোহাগ সরদার, ছাদেক,সুজন ভূঁইয়া, শাহ আলম, আব্দুল আজিজ সহ মালদ্বীপ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিবিএ/জেআই

আরও পড়ুন...