মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২০ বছরের জেল

malysia-bd-20-year-jail-PBa

পিবিএ ডেস্ক: প্রেমের প্রস্তাব ফি‌রি‌য়ে দেয়া‌য় এক মালয়েশিয়ান তরুণীর মুখে ধারালো ছুরি দিয়ে আঘাত ক‌রেছিলেন বাংলাদেশি যুবক সাইদুল ইসলাম। এমন অভি‌যো‌গের ভি‌ত্তি‌তে অভিযুক্তকে শুক্রবার মালয়েশিয়ার আদালতে হাজির করা হয়।

অভি‌যোগ প্রমাণিত হওয়ায় ধারাল‌ো অস্ত্র ব্যবহার ও মালয়েশিয়ান তরুণীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করায় দণ্ডবিধি ৩২৬ ধারা অনুযায়ী বিচারক মা‌বেল এস মু‌তিয়াহর আদালত ওই যুবককে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

সরকার প‌ক্ষের আইনজিবী আসরাফী কামরুজ্জামান জানান, সাজাপ্রাপ্ত‌কে কোনো জামি‌নের আওতায় আনা হ‌বেনা।

সংবাদ মাধ্যম বারনামা সূত্রম‌তে, দীর্ঘদিন ধরে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন ওই প্রবাসী যুবক। কিন্তু ওই তরুণী তার প্রেমে সাড়া দেননি।

গত ১২ ফেব্রুয়ারি রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী কোতা দামানসারাতে একটি শপিংমলের কাছে ফের ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন সাইদুল। প্রতিবারের মত এবারও তাকে প্রত্যাখ্যান করেন ওই তরুণী। এতে রেগে গিয়ে ধারালো ছুরি দিয়ে ওই মালয়েশিয়ান তরুণীর মুখে আঘাত ক‌রে সাইদুল।

এদিকে পেতালিং জায়া জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জনি চে দিন জানান, ২৪ বছর বয়সী ওই তরুণী সঙ্গে সঙ্গে পুলিশকে ঘটনাটি জানান। পরে তাকে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় মালায় মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, ওই নারীর ঠোঁটের উপরে প্রায় পাঁচ ইঞ্চির মত কেটে গেছে। আহত নারীর অভিযোগে আটক করা হয় ২০ বছর বয়সী বাংলাদেশি সাইদুলকে।

দোষী সাইদুল স্থানীয় এক‌টি মোবাইল শ‌পের সহকারী হিসা‌বে কর্মরত ছি‌লেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...