পিবিএ ডেস্ক : ভারতের কাশ্মীরে ইয়াসিন মালিকের গ্রেফতারের পর উপত্যকায় শান্তি শঙ্খলা রক্ষার জন্যে তড়িঘড়ি করে অতিরিক্ত ১০০ কোম্পানি প্যারামিলিটারি ফোর্স পাঠানো হল।গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয় ‘আর্জে’ন্ট’ নোটিশ। তারপরেই ১০০ কোম্পানি আধা-সামরিক সেনাকে বিমানে করে নিয়ে যাওয়া হয় শ্রীনগরে। পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর জম্মু-কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কেন্দ্র ও নিরাপত্তা বাহিনীর যৌথ উদ্যোগে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে বিচ্ছিন্নতাবাদী নেতাদের ধরপাকড়।
শ্রীনগরের মাইসুমায় নিজের বাড়ি থেকে ইয়াসিন মালিককে গ্রেফতারের পর সারা রাত ধরে পুলিশের জালে ধরা পড়েছে জামাত-ই-ইসলামির আরও বহু বিচ্ছিন্নত্বাদী নেতা। সেই তালিকায় নাম রয়েছে জামাত-এর প্রধান আব্দুল হামিদ ফয়াজ।
প্রসঙ্গত পুলওয়ামা হামলার পর ইয়াসিন মালিক, সৈয়দ আলি শাহ গিলানি, শাবির শাহ এবং সালিম গিলানি ছাড়াও বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা বলয় তুলে নিয়েছে ভারত সরকার।
পিবিএ/জিজি