ইবির হলে চুরি, আতঙ্কে ছাত্রীরা

নাজমুল হুসাইন,ইবি: ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী আবাসিক হলে চুরির ঘটনা ঘটেছে। দেশরত্ন শেখ হাসিনা হলের ১১০ নম্বর কক্ষে সোমবার (৬ জুন) ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার আনুমানিক ভোর সাড়ে ৪ টার দিকে হলটির দক্ষিণ ব্লকের ২০৯ কক্ষের এক ছাত্রীর জানালা ধরে টানাটানি করছিল এক যুবক। শব্দ শুনে ওই শিক্ষার্থীর ঘুম ভেঙে গেলে তিনি আঁঁতকে উঠেন। এতে করে ওই যুবক বুঝতে পেরে পালিয়ে যায়। হলের প্রাচীরের ভাঙা একটি অংশ দিয়ে ঢুকে জানালা ও দেওয়াল বেয়ে চোর উপরে উঠেছে বলে ধারণা শিক্ষার্থীদের। ওই দেওয়ালে সকালে পায়ের ছাপও দেখা গেছে।

আবাসিক ছাত্রীরা ও হল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে দিকে হলটির একই ব্লকের ১১০ নং কক্ষের আবাসিক ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মাস্টার্সের এক ছাত্রীর ১ হাজার ৬শ’ টাকা হারিয়েছে বলে অন্য আবাসিক ছাত্রীদের জানান। পরে বিষয়টি জানাজানি হলে একই ব্লকের ২০৯ নং কক্ষের ওই আবাসিক ছাত্রী এক যুবককে দেওয়াল বেয়ে নামতে দেখার কথা জানান। ভুক্তভোগী ছাত্রীর ব্যাগ জানালার পাশেই রাখতেন। একইসাথে জানালাটি খোলাও ছিল। সেই জানালা দিয়ে ওই যুবক টাকা চুরি করেছে বলে ধারণা আবাসিক ছাত্রীদের।

ভুক্তভোগী ছাত্রী জানান, প্রতিদিনের মত আজকেও সকাল সাড়ে ৫ টার দিকে বান্ধবীদের সাথে হাটতে বের হয়েছিলাম। আটটার দিকে রুমে আসার পর দেখি ব্যাগ থেকে ১৬০০ টাকা উধাও। প্রথমে ভেবেছিলাম হয়তো হলের কেউ নিয়ে থাকবে। পরে ২০৯ নং রুমের এক জুনিয়র এসে এক যুবককে দেওয়াল বেয়ে নামতে দেখার কথা জানালো। প্রভোস্টকে বিষয়টি সকালে জানালেও এখন পর্যন্ত কেউ দেখতে আসেনি। এরকম ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলম বলেন, ঘটনাটি শোনার পর প্রক্টরিয়াল বডিকে জানিয়েছি। সিসিটিভি ফুটেজ দেখলে বুঝতে পারবো কি অবস্থা! বিশ্ববিদ্যালয় খোলার পর (১১ মে) ওই ছাত্রীর সাথে কথা বলে বিষয়টি দেখবো।

 

আরও পড়ুন...