পিবিএ ডেস্ক : শিশু পর্নোগ্রাফি নিয়ে বিতর্কে চারশো’রও বেশি চ্যানেল বন্ধ করল ইউটিউব কর্তৃপক্ষ। অভিযোগ, বন্ধ করা ওই চ্যানেলগুলোয় শিশু পর্নোগ্রাফি দেখানো হচ্ছিল। ইউটিউবার ম্যাট ওয়াটসন সতর্কের সুরে বলেন, আমাদের প্ল্যাটফর্ম চ্যানেলগুলোতে কড়া দৃষ্টি রেখেছে।
শিশু পর্নোগ্রাফির লিংক, ভিডিও, এমনকী এ সংক্রান্ত কোনও কমেন্টও যাতে করা না-যায়, সেজন্য বিশেষ প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। ডিজনি ও ম্যাকডোনাল্ডের চ্যানেলও যে নজরে রয়েছে, তা-ও জানান ওয়াটসন।
পিবিএ/জিজি