যেভাবে আগুনের সূত্রপাত চুড়িহাট্টায় (ভিডিও)

পিবিএ ঢাকা: রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ওই ভিডিওতে দেখা যায়, রাত সাড়ে ১০টায় ওই হোটেলের সামনের অংশে রুটি বানাচ্ছিলেন কর্মীরা। হোটেলের সামনে রিকসা, ভ্যানের সারি থেমে ছিল। এর মধ্যেই হঠাৎ বিকট শব্দ করে আগুনের স্রোত ধেয়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যে সামনের সড়ক আগুন গ্রাস করে ফেলে। সেখানে থাকা রিকসা ভ্যানের লোকজন যারা পেরেছেন তারা দৌঁড়ে সরে যান। তবে বিস্ফোরণের কেন্দ্রস্থল থেকে কাউকে আর বের হতে দেখা যায়নি ভিডিওতে।

https://www.youtube.com/watch?v=D40iXacXRcg&t=6s

 

পিবিএ/এফএস

আরও পড়ুন...