মহানবীকে কটূক্তির প্রতিবাদে ইবি শিক্ষক সমিতির মানববন্ধন

নাজমুল হুসাইন,ইবি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা সিদ্দিকা (রা.) কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১টায় অনুষদ ভবনের সামনে শিক্ষক সমিতির উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষকরা ছাড়াও কর্মকর্তা-কর্মচারী ও কয়েক শ’ শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, আমরা সকল ধর্মের প্রতি সম্মান দেখাই। ইসলাম এমন একটি ধর্ম যা সম্প্রীতির বন্ধন শেখায়। বিশ^ মুসলিমের হৃদয়ের স্পন্দন মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জেষ্ঠ্য দুই নেতা কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে বিশে^র দেড়শ কোটি মুসলিমের হৃদয়ে আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় তারা বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানান।

এসময় সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সদস্য অধ্যাপক ড. আনোয়ার হেসেন, অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনসহ অন্য সদস্যরা বক্তব্য রাখেন।

 

আরও পড়ুন...