নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের ডাইনিংয়ে টিউবওয়েলের পানিই একমাত্র ভরসা। গত দুইদিন ধরে এ পানি দিয়েই রান্না চলছে। বুধবার (১৫জুন) সরেজমিনে এ দৃশ্য পরিলক্ষিত হয়।
হলটি নানা সমস্যায় জর্জরিত। গত দুইদিন ধরে নিরাপদ সাপ্লাই পানি পরিবেশন বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, হলের ডাইনিং রুমে পানি বন্ধ থাকায়। রান্না হচ্ছে টিউবওয়েলের পানি দিয়েই। আর যে টিউবওয়েলের পানি শিক্ষার্থীদের খাওয়ার ও রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে তাতে রয়েছে আর্সেনিক। ডাইনিংয়ের ট্যাপগুলো খুবই অপরিচ্ছন্ন এবং ৪টা ট্যাপ ভাঙা। এছাড়া হলে উপর ব্লকে মাঝে মধ্যেই ওয়াশরুমে পানি থাকে না।
হলের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তুহিন বাবু বলেন, গত দুইদিন হলে পানির সমস্যা তবুও প্রশাসন নিরব। হলের ডাইনিং রুমে রান্না হচ্ছে টিউবওয়েলের পানি দিয়ে। বিশেষ করে দুপুর এবং রাতে ট্যাপে পানি না থাকায় হাত ধোয়া বা অন্যান্য কাজে নানা বিড়ম্বনার শিকার হচ্ছি। দ্রুতই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
হলের ডাইনিং কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এখানে দুই দিন ধরে পানি নাই। আমাদের ৪টা ট্যাপ ভেঙে গেছে। এখন একমাত্র ভরসা টিউবওয়েলের পানি। এটা দিয়ে রান্না খাওয়া সবকিছু হচ্ছে।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশল বাদশা মামুনুর রহমান বলেন, বিষয়টি জানা ছিলো না। তবে দ্রুতই খোঁজ নিয়ে সমাধান করার চেষ্টা করবো।
এদিকে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। প্রকৌশলীদের সাথে কথা বলেছি। পরে জানলাম কেউ দুষ্টুমি করে চাবি বন্ধ করে রাখছিলো। মূলত এজন্য পানির সমস্যাটা হয়েছে। তবে এখন পানি ঠিকভাবে সাপ্লাই হচ্ছে।