ইউনিস্যাব রাজশাহী বিভাগের ৯ম স্বেচ্ছাসেবী সংগ্রহ সম্পন্ন

ইছা হক,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ইউনাইটেড ন্যাশন্স ইউথ এন্ড স্টুডেন্টন্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের ৯ম স্বেচ্ছাসেবী সংগ্রহের চূড়ান্তপর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার ও শনিবার দুপুর ১ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত আগ্রহী তরুণ ও ক্রিয়াশীল শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি শিক্ষা অনুষদে সরাসরি সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয়।

উক্ত সাক্ষাতকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিস্যাব রাজশাহী বিভাগের সাবেক আঞ্চলিক সম্পাদক ফয়সাল হাসান হাসিব, অন্যান্য অ্যালামনাই সদস্যদের মধ্যে আশিক মাহমুদ আমীর, এস এম জুনায়েদ মোল্লা, মাহবুব সোহান,মোছাঃ কামনা আক্তার এবং তাকবির গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান কমিটির আঞ্চলিক সম্পাদক সাব্বির আহমেদ, প্রশাসনিক সমন্বয়ক সুমাইয়া ইসলাম, মিডিয়া এন্ড পাবলিক রিলেশনের সমন্বয়ক এ.কে.এম জাহিদুল হক, সহ ইউনিস্যাব রাজশাহী বিভাগের সাবেক ও বর্তমান কর্ণধারবৃন্ধ ।

জানা যায় “ইউনিস্যাব রাজশাহী বিভাগের ৯ম স্বেচ্ছাসেবী সংগ্রহ ২০২২” এর প্রাথমিক পর্যায়ে আবেদন করে প্রায় চার শতাধিক আগ্রহী প্রার্থী । এদের মধ্যে থেকে প্রাথমিক যাচাইকরণ শেষে মেধা, দক্ষতা এবং আগ্রহ ইত্যাদি যাচাই করে স্বেচ্ছাসেবী সংগ্রহ প্রক্রিয়া শেষ করা হয় । বস্তুত এই তরুণরা যাতে ভবিষ্যতে দেশের কল্যাণে জাতিকে নেতৃত্ব দিতে পারে তা বিবেচনা করা যোগ্য স্বেচ্ছাসেবক বাছাই করা হয়।

যুবসমাজের গঠনমূলক উন্নয়ন ও নেতৃত্বের বিকাশকে প্রতিপাদ্যকে রেখে “স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ” এই স্লোগান নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে ইউনিস্যাব রাজশাহী বিভাগ । প্রতিবছর ইউনিস্যাব রাজশাহী বিভাগ ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন অনুষ্ঠিত হয় এর পাশাপাশি নানান ব্যক্তিক দক্ষতার উন্নয়নমূলক সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে। করোনার সময়েও ইউনিস্যাব রাজশাহী বিভাগ অসহায় , বন্যায় কবলিত ও অর্থহীন মানুষের জন্য কাজ করে গেছে। এছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, শীতকালীন সময়ে শীত বস্ত্র বিতরণ, ঈদ ফর স্ট্রীট চিলড্রেন, প্রজেক্ট হ্যাপি বার্থডে, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রান্তিকালে বহুবিধ সহায়তা কার্যক্রম, সমাজ সংস্কারসহ বিবিধ কার্যক্রমের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখার মাধ্যমে বাংলাদেশের অন্যতম যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

 

আরও পড়ুন...