পিবিএ ঢাকা: বাংলাদেশের প্রথম অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ের প্লাটফর্ম- বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন- বিওজেএ’র সারাদেশে কমিটি গঠন চলছে। এ লক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে বিওজেএ’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ এ জরুরী সভায় সভাপতিত্ব করেন,বিওজেএর সভাপতি জাহিদ ইকবাল।
সংগঠনের সাধারণ সম্পাদক এম,ইব্রাহীম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম, আরাফাত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আরিফ জুয়েল, হাবিবুর রহমান,জাহাঙ্গীর আলম,মাসুদ সরদার, জাহিদ ফয়সাল প্রমূখ।
উক্ত জরুরী সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, দেশের সকল জেলা উপজেলা,বিশ্ববিদ্যালয় ও প্রবাসে গঠনকৃত বিওজেএ’র মেয়াদউত্তীর্ণ সকল কমিটি ও যেসব স্থানে বিওজেএ’র কমিটি হয়নি সে সব স্থানে আগামী ৩১শে মার্চের মধ্যে নতুন করে কমিটি করা হবে বলে জোরালো সিদ্ধান্ত নেয়া হয়।
বিওজেএ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি করতে আগ্রহী সাংবাদিকদের ইমেইল: boja.committee@gmail.com মোবাইল নাম্বার: 01768371219 তে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়াও সভায় সুবিধাজনক সময়ে সংগঠনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমকপূর্ণ করার ব্যাপারে যৌথ সিদ্ধান্ত গৃহিত হয়।
পিবিএ/জেআই