ইবিতে দিনব্যাপী ওবিই কর্মশালা অনুষ্ঠিত

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আয়োজিত ‘ওবিই কারিকুলাম প্রিপারেশন ফর আর্টস ফ্যাকল্টি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় লাইব্রেরির সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, একটা উদ্দেশ্য নিয়েই এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে যা যা শেখানো হয়, সেটা আমাদের ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া হয়। তার ফলে তারা বিদ্বান হয়, জ্ঞানী হয়। ধরুন আমি কৃষি উৎপাদন করতে চাই তাহলে সেই রকম জমি প্রস্তুত করবো, নির্দিষ্ট পরিমান সার, সেচ দেবো। তাহলে দেখা যায়, একটা সময় সুন্দর ফসল পাবো। ঠিক একইভাবে শিক্ষাক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাহলে প্রথমে আমাদের দরকার দক্ষ শিক্ষক, শিক্ষকের সকল যোগ্যতা, কয়টা কোর্স, কিভাবে শেষ করবে সেই পরিকল্পনা। আমরা এই ইনপুট বা দক্ষ শিক্ষক যদি গড়তে পারি। তাহলে একটাসময় ভালো আউটপুট বের হবে। সেই ছাত্র গুলো দিয়ে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং বাড়ানো সম্ভব। এজন্য এই কর্মশালা গুলোর দরকার রয়েছে। আমাদের যুগে আমরা একভাবে জ্ঞান আহরণ করছি। সমাজ বিবর্তনের সঙ্গে সঙ্গে জ্ঞান আহরণের ধারা পরিবর্তন হচ্ছে।

তিনি বলেন, পঠন-পাঠনে শিক্ষকের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া থাকতে হবে। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে হবে। আমরা সামনের সারিতে থাকতে চাই।

কর্মশালায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক মো. মহব্বত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। কর্মশালায় রিসোর্সপারসন হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সারওয়ার জাহান। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

 

আরও পড়ুন...