বিসিবি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা অপরাজিত চ্যাম্পিয়ন

এস এম হাবিবুল হাসান,সাতক্ষীরা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এর চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি। তারা ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমিকে ১২৪ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বুধবার (২৯ জুন) সকালে রাজধানী ঢাকার সিটি ক্লাব মাটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি ২১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ও সাতক্ষীরা ক্রিকেট একাডেমির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের তোপের মুখে মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি নির্ধারিত ৫০ ওভারের মধ্যে মাত্র ১৮ ওভার ৫ বল খেলতে সক্ষম হয়। অপরদিকে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির পক্ষে বোলিংয়ে আল আমিন হোসেন ৩ ওভার ৫ বল ১ মেডেনসহ ৭ রানে ৪ উইকেট, মো. শাহ আলম ৫ ওভারে ২০ রানে ২ উইকেট, নোমান ২ ওভারে ২১ রানে ২ উইকেট ও সাকিব বিল্লাহ ৩ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ১২৪ রানের বিশাল ব্যবধানে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমিকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এর আগে, সকালে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির দলীয় অধিনায়ক মো. আমিমুল ইসলাম টচে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৪৮ ওভার ১ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ২১৬ রানের ফাইটিং স্কোর সংগ্রহ করে। সাতক্ষীরা ক্রিকেট একাডেমি হয়ে দলীয় অধিনায়ক মো. আমিমুল ইসলাম ৬২ রান (৭৬ বলে) ও শেখ শাহিদুল ইসলাম নোমান ৫০ রান (৪৫ বলে) সংগ্রহ করে। তাছাড়া মো. শাহাজান হোসেন সরদার ৪৫ রানের (৬২ বলে) ওপর ভর করে তারা সবকটি উইকেট হারিয়ে ২১৬ রানের লড়াকু স্কোর গড়ে।

ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে সাতক্ষীরা ক্রিকেট একাডেমির শেখ শাহিদুল ইসলাম নোমান ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট বিজয়ী দলের দলীয় অধিনায়ক মো. আমিমুল ইসলাম।

সাতক্ষীরা ক্রিকেট একাডেমি সাথে আছেন একাডেমিটির পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ মোফাচ্ছেনুল ইসলাম তপু।

সাতক্ষীরা ক্রিকেট একাডেমি বিসিবি একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এর অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় দলীয় কোচ,অধিনায়ক, খেলোয়াড়সহ কলাকৌশলী সকলকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা বিভাগীয় ক্রিকেট কোচ মনোয়ার হোসেন মনু, সহকারী ক্রিকেট কোচ শেখ রবিউল ইসলাম শিবলু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য ইদ্রিস আলী বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু সহ অন্যান্য ক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন...