প্রাচীন মিসরীয়রা আগাছা থেকে সর্ব প্রথম লেটুসের আবিষ্কার হয়। ইউরোপ এবং আমেরিকা লেটুসের বাজার আধিপত্য বিস্তার করে এবং বিংশ শতাব্দীর শেষদিকে লেটুসের ব্যবহার বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করে। চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া ও বেগমপুর গ্রামে লেটুস পাতা চাষ হয়েছে। কয়েকজন কৃষক এই লেটুসপাতার চাষ করছেন। লেটুসপাতা চুয়াডাঙ্গা জেলা এবছর প্রথম চাষ হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাশরুর। ছবিটি চুয়াডাঙ্গার সদগর উপজেলার বেগমপুর গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: পিবিএ/তৌহিদ তুহিন