ঈদুল আজহা সামনে রেখে ভিন্ন কৌশলে রাজধানীতে নেমেছে ছিনতাইকারী চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা কসাইয়ের ছদ্মবেশ ধারণ করে ছিনতাই করছে। আবার গ্রেফতার এড়াতে নিজেদের শরীরে নিজেদেরই মলমূত্র মেখে রাখছে।
শুক্রবার দিনগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে এমনই একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে পাঁচটি ছুরি ও একটি ব্লেড উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. আবু তাহের (৫২), মো. আনিস (৪০), রাকিব হোসেন (২১), মো. দুলাল খান (২২), মো. আব্দুস সাত্তার (২৪) এবং মো. রাকিব (১৯)। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
শনিবার (৯ জুলাই) সকালে এসব তথ্য জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, গ্রেফতাররা প্রত্যেকেই চিহ্নিত ছিনতাইকারী। ঈদ উপলক্ষে তারা মাঠে নেমেছে। গত কদিন ধরে তারা গরুর ব্যাপারীদের টার্গেট করে চলছিল। ঈদ ঘনিয়ে আসায় তারা নতুন নতুন কৌশল নেয়। গ্রেফতাররা সবাই কসাইয়ের ছদ্মবেশ ধারণ করে। মূলত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে ধুলো দিতেই তারা কসাইয়ের ছদ্মবেশ নেয়।
ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, যেহেতু কোরবানির ঈদ, তাই কসাই সেজে সহজেই ছুরি হাতে চলাফেরা করা যাবে। এ কৌশলটিই নেয় ছিনতাই চক্রের সদস্যরা। ছদ্মবেশেই তারা ৭ নম্বর সেক্টর এলাকায় গরুর ব্যাপারীদের টার্গেট করছিল। তাদের গতিবিধি টহল পুলিশের সন্দেহজনক মনে হলে তাদের থামতে বলা হয়। কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রেফতার এড়াতে আনিস ও রাকিব নিজেদের গায়ে মলমূত্র মাখে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।