বগুড়ার গাবতলীতে ফুটবল খেলার পেনাল্টি শুটকে কেন্দ্র করে মামুন হোসেন (২৪) নামের এক যুবককে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় মো. আ. মোতালেব ওরফে খোকন (৩২) নামের একজনকে রাজধানীর কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সিআইডি জানায়, ফুটবল খেলার বিষয়ে মো. মামুনের সঙ্গে আসামি খোকনের সৃষ্ট হয়। এর জেরে মামুনকে শিক্ষা দেওয়ার জন্য খোকন পরিকল্পনা করে। ১৬ জুলাই (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর টিওরপাড়া এলাকায় তিনমাথা মোড়ে মামুনকে একা পেয়ে খোকন তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় মামুনকে লোহার রড, জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়। মামুনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই ভোরে মামুন মারা যান।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় রাজধানী মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
এসএসপি মুক্তা ধর বলেন, মো. মামুন ও খোকন একই গ্রামের বাসিন্দা। তারা একসঙ্গে চলাফেরা করতেন। ঈদ উপলক্ষ্যে স্থানীয় যুব সংঘের উদ্যোগে ১৬ জুলাই বিকেলে স্থানীয় মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খোকন ও মামুনের মামাতো ভাই মো. নাহিদ (২৪) একই দলের খেলোয়াড় ছিলেন। খেলায় পেনাল্টি শট নিয়ে নাহিদ ও খোকনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে মামুনকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন খোকন।
মুক্তা ধর আরও জানান, এ ঘটনায় নিহত মামুনের মা গাবতলী থানায় খোকনকে প্রধান আসামি করে একটি মামলা করেন।