পিবিএ,ঢাকা: ডিবি পরিচয় ৩৮ ভরি স্বর্ণ ডাকাতি মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। বুধবার দিবাগত রাতে রাজধানীর সদরঘাট ও মেরাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সোহেল আহম্মেদ পল্লব (৪৮), পলাশ শেখ (৩৪), মাসুদ রানা (৪৬) ও রবিন হালদার পরেশ (৫০)। এসময় লুন্ঠনকৃত স্বর্ণ বিক্রয়লব্ধ ৫ লক্ষ টাকা ও আনুমানিক ২০ ভরি গহনা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীর মিন্টু রোডে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন আর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৭ জুলাই রাতে ভিকটিম টিটু প্রধানীয়াকে ডিবি পরিচয় দিয়ে রাজধানীর গাবতলি থেকে ৩৮ ভরি স্বর্ণ ডাকাতি করে। ওই ঘটনায় ১৮ জুলাই রাতে মামলা হলে ডিবি গোয়েন্দা নজর বারানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ডাকাতি চক্রের ৪ সদস্য গ্রেফতার করা হয়। এছাড়াও ওই ঘটনায় পুলিশের এএসআই জাহিদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও গ্রেফতার ও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার বর্ননা দিয়ে ডিবি প্রধান বলেন, ওই ঘটনার মামলার বাদী টিটু প্রধানীয়া ডিএমপির কোতয়ালী থানাধীন তাঁতী বাজারস্থ ধানসিড়ি চেইন এবং বল হাউজ নামক স্বর্ণের দোকানের একজন কর্মচারী। সে স্বর্ণের দোকানে দেশি স্বর্ণ দ্বারা তৈরিকৃত বিভিন্ন গহনা দেশের বিভিন্ন জুয়েলারী দোকানে ডেলিভারি দেয়। গত ১৭ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৬টায় ৩৮ ভরি স্বর্ণের গহনা নিয়ে ডিএমপি ঢাকার তাঁতী বাজার হতে টাঙ্গাইল জেলার মির্জাপুর ও সখিপুর থানাধীন বিভিন্ন জুয়েলারী দোকানে ডেলিভারি দেওয়ার জন্য মোটর সাইকেলযোগে গাবতলী বাস টার্মিনালে পৌঁছায়। টার্মিনালে বাসের জন্য অপেক্ষারত অবস্থায় আসামী পলাশ শেখ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাদীর নাম-ঠিকানা ও পেশা সম্পর্কে জিজ্ঞেস করে। তৎক্ষনাৎ গ্রেফতারকৃত আসামীরা বাদীর নিকট থাকা গহনা ও মোবাইল ফোন জোর পূর্বক ছিনিয়ে নেয়। পরে আসামীরা বাদীকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে মোটর সাইকেলযোগে গাবতলী বেড়ীবাঁধ এলাকায় নিয়ে যায়। সেখান থেকে আসামীরা বাদীকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়ার কথা বলে সিএনজিযোগে বিজয় স্মরণী এলাকায় রেখে কৌশলে পালিয়ে যায়।