পিবিএ,ঢাকা: রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে ১হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মো. রুহুল আমিন ও মো. জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (২১ জুলাই ) দিবাগত রাত সোয়া ২ টায় মিরপুর মডেল থানার ৬০ ফিট রোডের আমতলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (২২ জুলাই) দুপুরে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাজিরুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটিকালীন এসআই মোহাম্মদ খালিদ ইসলাম সংবাদ পান যে, দুইজন মাদক কারবারি মিরপুর থানার ৬০ ফিট রোডের আমতলা বাজারের আবেশ মেডিকেল সেন্টারের সামনে পাকা রাস্তার উপর মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় এক হাজার পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।