চট্টগ্রামে অস্ত্রধারীর হাতে জিম্মি বিমানের উড়োজাহাজ: এয়ারপোর্টজুড়ে আতংক

পিবিএ,চট্রগ্রাম: চট্টগ্রাম বিমান বন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজকে (ফ্লাইট) জিম্মি করে রেখেছে অস্ত্রধারীরা। উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিলো। বিমানটি ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী।

সূত্রের খবর বিমানের ভেতরে দুর্বৃত্তরা সবাইকে জিম্মি করে রেখেছে।

বিমানটি রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করা হয়। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে সেখানে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বিমানের ভেতরে অস্ত্রধারীরা রয়েছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ পিবিএকে বিমানের জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উড়োজাহাজটিকে ঘিরে রেখেছে। ডাকা হয়েছে ফায়ার সার্ভিসকে।

ওই উড়োজাহাজ থেকে পাইলটসহ যাত্রীরা নেমে যেতে পারলেও কয়েকজন কেবিন ক্রু জিম্মি হয়ে আছেন।

বুকে বোমা বাঁধা আছে দাবি করে ওই অস্ত্রধারীরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার সুযোগ দাবি করছে।

দুবাইগামী বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছার পর অস্ত্রধারী কেবিন ক্রুদের জিম্মি করে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন পিবিএকে বলেন, ফায়ার সর্ভিসের চার ইউনিটের দশটি গাড়ি বিমানবন্দরে উপস্থিত রয়েছে।

তিনি জানান, উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বেলা তিনটার পর ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে ওই উড়োজাহাজটি। দুবাইগামী উড়োজাহাজটি শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর জরুরি অবতরণ করে। এরপর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

 

শাহ আমানত বিমান বন্দরের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম সাংবাদিকদের জানান, বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে।

এরই মধ্যে চট্টগ্রাম বিমান বন্দর বন্ধ করে দেয়া হয়েছে।

বিস্তারিত আসছে।

বিএ/জেআই

Posted in top

আরও পড়ুন...