পিবিএ,ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১০৪ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত হলেন,মো. ইমন হোসেন সুমন (২৬)। এসময় তার কাছ থেকে একটি ডি এস এল আর ক্যামেরা, দুইটি মোবাইল ফোন ও নগদ- ৩, হাজার চারশত) টাকা জব্দ করা হয়।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব এসব তথ্য নিশ্চিত করেন।
গতকাল (২৮ জুলাই) র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৪, লক্ষ বত্রিশ হাজার) টাকা মূল্যের ১০৪ (একশত চার) বোতল ফেনসিডিল ও ৪ (চার) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।